শেষ পর্যন্ত রাজাকারের নামে রাস্তার নামকরণ বাতিল

398
1432

লিটন সরকার বাদল:

গেলো তিন দিন (মঙ্গলবার) আগে দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে” দাউদকান্দিতে রাজাকারের নামে রাস্তার নামকরণ ” শিরোনামে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসটি দেয়ার পরপরই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্য ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটান স্ট্যাটাসটিতে নেতিবাচক মন্তব্য করে। এতে ঐ স্পর্শকাতর স্ট্যাটাসটি নজরে স্থানীয় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঐ রাস্তাটি এখন আর তালিকাভুক্ত রাজাকারের নামে নামকরণ হচ্ছে না। রাস্তাটি এখন হয়তো স্থানীয় কোনো বীর মু্ক্তিযোদ্ধার নামে নামকরণ হওয়ার সম্ভাবনা।

এমন সঠিক সিদ্ধান্তের পর দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ও উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান-কে এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মরা সাধুবাদ জানিয়েছেন।