গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত।। শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা ।।

907
3056

গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা জয়িতাদের হাতে সংবর্ধনা-ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কাশিয়ানী উপজেলার রুবিয়া আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুকসুদপুর উপজেলার পুষ্প মন্ডল, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সদর উপজেলার নাসিমা আক্তার রুবেল, সফল জননী হিসেবে কোটালীপাড়ার নার্গিস বেগম এবং নির্যাতণ-বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরুর জন্য টুঙ্গিপাড়ার লাইলী বেগম।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নীহার আদনান তাইয়ান ও মহিলা-বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন।
মহিলা-বিষয়ক কর্মকর্তা মোঃ আজমীর হোসেন জানিয়েছেন, জয়িতা অন্বেষণ বাংলাদেশ ২০২০ কার্যক্রমের আওতায় গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরীতে মোট ২৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এরমধ্য থেকে প্রত্যেক উপজেলা থেকে একজন করে জেলার শ্রেষ্ঠ এই পাঁচ জয়িতাকে নির্বাচন করা হয়েছে। জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ে এবং সবশেষে গ্রান্ড-ফাইনালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে নির্বাচন করা হবে। #