দাউদকান্দি মডেল থানার উদ্যোগে মধুমাস উদযাপন

766
2700

লিটন সরকার বাদল:

রসালো ফলের মৌতাতে উতলা এখন প্রকৃতি। চারদিক এখন পাকা ফলের সৌরভে মাতোয়ারা। সুবাসিত আবেশ। শুরু হয়েছে মিষ্টি ফলের রসে টইটম্বুর মধুমাস। গাছে গাছে এখন পুরুষ্টু কাঁঠালের বর্ণাঢ্য বিভা। গাঢ় সবুজ আমের শরীরে সিঁদুরের ছোপ। পেকে ওঠা লিচুগাছ ঘিরে দিনে পাখি আর রাতে বাদুড়ের কোলাহল।

পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার স্বপ্নের দোলা। জাম-জামরুল-লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গি, বেল, খেজুর, কাঁচা তাল, জাম্বুরা, কাউফল, গোলাপজাম, কামরাঙা, লটকনসহ হরেক ফলের স্বাদ আর রঙের ছোঁয়ায় বাঙালির রসনা তৃপ্তির মৌসুম। বাহারি আর পুষ্টিকর সব ফলের প্রাচুর্য এই মৌসুমকে দিয়েছে মধুমাসের মহিমা।

এই ধারাবাহিকতায় ৭ জুন রবিবার বিকালে দাউদকান্দি মডেল থানা গণশুনানি হল রুমে হয়ে গেলো ফল উৎসব মধুমাস উদযাপন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি – চান্দিনা) সার্কেল এএসপি মোঃ জুয়েল রানা।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোঃ শফিউল আলম, সেকেন্ড অফিসার এসআই মোঃ নাছির উদ্দীন, এসআই মোঃ মনিরুল ইসলাম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ ওমর ফারুক, এসআই মোঃ জিয়াউল রহমান জিয়া, এএসআই মোঃ মোবারক হোসেন, এএসআই বিপুল, এএসআই মোঃ আনোয়ার হোসেনসহ আরও অনেক।

মধুমাস উদযাপনে মডেল থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যের নিয়ে আনন্দগণ মধুমাস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে এসময় মডেল থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।