ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার দুই জন

6
239

লিটন সরকার বাদল,দাউদকান্দি, কুমিল্লা:

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার গৌরীপুর- নায়ের গাঁও সড়কের বরকোটা পল্লী বিদ্যুৎ এলাকায় অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেকেন্ড অফিসার এস.আই মো.নাসির উদ্দিন, এস.আই মো.নাজমুল হুসেন, এ.এস.আই আনোয়ার হোসেন ও এ.এস. আই বিপুল চন্দ্র রায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেন।

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদ পুর গ্রামের জাহেদ আলী’র ছেলে মো.আবু তাহের এবং একই উপজেলার একই গ্রামের মো.ইয়াসিন মিয়া’র ছেলে মো.সাইফুল ইসলাম।

অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি সংঘবদ্ধ অজ্ঞাত দশ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তখন আমরা ঘটনাস্থলে পৌঁছে চারোদিকে ডাকাত দলের সদস্যদের ঘিরে রাখি। দু’জন ডাকাতকে আমরা দেশীয় অস্রসহ আটক করতে সক্ষম হই। ডাকাতদের থেকে কাঠের লাঠি,লোহার পাইপ,নতুন গামছা, দরি ও সুইচ গিয়ার উদ্ধার করি। আটকদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।তাদের থেকে আরও তথ্য পেয়েছি। আটক ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ডাকাতির প্রস্তুতির দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।