কুমিল্লায় বাসে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, অগ্নিদগ্ধ ৯

0
271

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসস্ট্যান্ড ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি চলন্ত যাত্রীবাহী বাসে বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) সন্ধ্যা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে বাসের ৩ যাত্রী মারা যায় এবং আনুমানিক ১৫ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে নয় যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাসের গ্যাসের সিলিন্ডার ধেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে আশাপাশের বাস ও দোকানগুলো রক্ষা পায়।

বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি সার্কেল এএসপি মোহাম্মদ জুয়েল রানা, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার ভূমি মোঃ সেলিম শেখ।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।যানজট নিরসনে কাজ করছে দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।