দাউদকান্দিতে আরীফ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
340

লিটন সরকার বাদল:

হাইস্কুল গেইট সংলগ্ন আজ শনিবার দুপুর ১২ টায় সবজিকান্দি গ্রামবাসি ও জনতা মার্কেটের মালিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করেন।

“নিহত আরিফের স্ত্রী তাইয়্যেবা স্বামী হত্যার পরিকল্পনাকারী ও দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।”

নিহতের মা তাজু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,” আমার ছেলেকে যারা হত্যা করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।”

জনতা মার্কেট মালিক সমিতির সভাপতি মাজু মিয়া বলেন, ” আরিফ আমাদের সাথে ব্যবসা করতো, সে অত্যান্ত ভালো ছেলে ছিলো তাকে সন্ত্রাসীরা এভাবে নির্মমভাবে হত্যা করবে আমরা ভাবতে পারি নাই। তাই আমি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

নিহত আরীফ(২৬) দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ৪ মার্চ রাত ৯ টায় আরীফ হোসেনকে মধ্য যুগীয় কায়দায় কুমিল্লা জেলার তিতাস উপজেলার নতুন বাটের গ্রামে পিটিয়ে হত্যা করে একদল চিহ্নিত সন্ত্রাসী । এ বিষয়ে তিতাস থানায় আরিফ হত্যার মূল হোতা আমির হোসেনকে ১ নম্বর আসামি করে আরো ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়।