দখল করে ভরাট চলছে পাটলাই নদী

0
314

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে’র শ্রীপুর বাজারে প্রকার্শে দিবালোকে কৌশল খাটিয়ে পাটলাই নদী দখল করে ভরাট করতে মাঠে নেমেছেন স্হানীয় একটি প্রভাবশালী চক্র ও অবৈধ ভিট স্থাপনা তৈরি করছেন স্থানীয় প্রভাবশালীরা।

জানা গেছে, প্রায় একমাস ধরে প্রকার্শে দিবালোকে অবৈধভাবে ভিট স্থাপনা কৌশল খাটিয়ে নদীতে ভিট তৈরিতে ব্যস্ত ওই চক্রটি। এ বিষয়টি নিয়ে ভয়ে মুখ না খুললেও স্থানীয় কৃষকসহ ও জনতার মধ্যে নদী ভরাট করায় চাপাক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, এভাবে নদী দখল অব্যাহত থাকলে চিরতরে বিলীন হয়ে যাবে নদী।

অপরদিকে স্থানীয় কয়েকটি গ্রামের কৃষকগন সোনালি ফসল ঘরে তুলতে হবেন বাধাগ্রস্ত। তাই তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

স্থানীয় ইউ/পি সদস্য মো.আলী হোসেন আখঞ্জী বলেন, অবৈধভাবে নদী দখলের বিষয়টা আমি কয়েকদিন আগে চেয়ারম্যানকে অবগত করেছি।

নদী ভরাট প্রসঙ্গে জানতে চাইলে শ্রীপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক মো.মোদাচ্ছির আলম সুবল বলেন, যারা অবৈধভাবে নদী ভরাট করে ভিট স্থাপন করছেন আমি তাদেরকে কয়েকদিন আগে নিষেধ করেছি।

স্থানীয় চেয়ারম্যান হাজ্বী খসরুল আলম বলেন, নদী দখলের বিরোদ্ধে আমরা। দখলের বিষয়ে তেলিগাঁও, জামালপুর, বানিয়াগাঁও সহ বিভিন্ন গ্রামের মানুষ আমার কাছে মৌখিক অভিযোগ করেছেন। আমি প্রশাসনকে এ বিষয়ে অবগত করব।

নদী দখল ও ভরাট প্রসঙ্গে জানতে চাইলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বিষয়টির বিরোদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।