নিম্নমানের সার নিচ্ছে না ডিলাররা, আছে চাঁদার অভিযোগ

0
243


নিম্নমানের সার নিচ্ছে না ডিলাররা, আছে চাঁদার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

দেশের সর্ব বৃহৎ ইউরিয়া সারকারখানা যমুনা ফার্টিলাইজার-এ চাঁদা ছাড়া লোড দেওয়া হচ্ছে না সার, অভিযোগ আছে পঁচা গলা সার ক্রয় করে নিয়মিত লোকসান গুণছে ডিলারা।

গতকাল শনিবার সকালে সারকারখানায় গিয়ে জানা যায়, ইউরিয়া সারের মান খুব নিম্নমানের হওয়ায় গত চার দিন যাবৎ সার ক্রয় করা বন্ধ করেছে ডিলারগণ। এদিকে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন সার মজুদ নিয়ে চরম সংকটে আছে যমুনা কারখানার কর্তৃপক্ষ। যমুনার সারের ব্যাপক চাহিদা থাকলেও আমদানিকৃত সার নিতে চান না কোন ডিলার। কারণ আমদানিকৃত সার ক্রয় করতে চায় না কৃষকগণ এবং আমদানিকৃত সারে গাছ ভালো হলেও ফসল অনেক কম হয় বলে জানান কৃষকরা।

ডিলারগণ অভিযোগ করে বলেন, আমরা পঁচা গলা সার ক্রয় করে নিয়মিত লোকসানের মুখ দেখতেছি। ডিলারগণ বলেন, কারখানার কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অবহেলায় সার পঁচে যায়, গলে যায়।

উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানার বিক্রয় বিভাগের কর্মকর্তা ওয়ারেছ আলী বলেন, ডিলারদের আমদানিকৃত সার ও যমুনার উৎপাদিত সার দুটাই নিতে হবে। এখনও কারখানায় মজুদ রয়েছে ৩৩ হাজার মেট্রিকটন ও যার মধ্য যমুনা সার কারখানার উৎপাদিত ৫২ হাজার ৬৮০ টন, বাকী সারগুলো আমদানীকৃত। কারখানার কমান্ড এরিয়ায় প্রতি ডিলারের জন্য বরাদ্দ ১২ টন। এই সারের মধ্যে যমুনার উৎপাদিত ৯ টন ও আমদানি করা সার ৩ টন।

রিনা ট্রেডার্স এর মালিক ডিলার খলিলুর রহমান জানান, প্রতি মাসে ডিলারদের বরাদ্দ করা যমুনার উৎপাদিত ইউরিয়া সারের সঙ্গে আমদানি করা ৩ টন সার বাধ্যতামূলক করা হয়েছে। আমদানিকৃত পঁচা গলা সার কৃষকরা না নেওয়ায় মোটা অংকের লোকসান গুনে হচ্ছে আমাদের। আমরা যমুনার সার চাই আমদানিকৃত পঁচা সার নিব না। পাশাপাশি সার গাড়িতে সার লোড দেওয়ার সময় শ্রমিকদের প্রতি গাড়িতে ৫০০ থেকে ৬০০ টাকা অতিরোক্ত চাঁদা দিতে হয়। এমনিতেই লোকসান অপরদিকে চাঁদা দিতে হয়, সব মিলিয়ে বিপদের মধ্যে আছি।

আকলিমা ট্রেডার্সের মালিক ডিলার আকবর হোসেন বলেন, আমরা লোকসান গুণেও বাধ্য হয়ে সার ক্রয় করি, কারণ সার ক্রয় না করলে লাইসেন্স বাতিল হবে।

কারখানার এমডি সুজিদ মজুমদার বলেন, আমদানি করা সার ডিলাররা সার নিতে চান না কেন তা আমি জানি না। তবে শুনতে পেলাম সারের মান নিম্নমানের হওয়ায় ও বস্তা ছেঁড়া-ফাটা, জমাট বাঁধা, গলা ও পচা থাকায় নিবেন না। আমরা সেগুলো তাদের দিব না, যেগুলো ভালো সার সেগুলোই ডিলাররা নিয়ে যাক।