তানিয়া হাসান’র কবিতা।

0
195

স্নিগ্ধ কলরব
——————–

 

 

হাসির গল্প শুনে বড় হওয়া
দোয়েলের ঠোঁটের কলরবে
রোদ কাঁপে
নির্বাক হয় কমলা মেঘ
কোলাহল বিক্রি করে কেনে নীল
হারিয়ে খোজে এক মুঠো নিভৃত
অসম্ভবের সংঘর্ষে সাগর ভাসে না
স্তব্ধে স্তব্ধতা দোলে
প্রথম সকালের দণ্ডে
একঝাঁক কাকের প্রহরী
ভালোবাসার চেয়েও ভয়ংকর
ধারাপাত হেফজো করে
আঁধারধোয়া রাত
শিশিরের ভয়ে ডুবতে চায়
তবু উড়ে যায়
কাচারিঘরের বারান্দায়