সেতুর অভাবে ১০ গ্রামারে লোকের যাতায়াতে দুর্ভোগ

0
234

সেতুর অভাবে ১০ গ্রামারে লোকের দুর্ভোগ

আলতাফ হোসেন, কাজিপুর, সিরাজগঞ্জ :
কাজিপুরের মনসুরনগরের প্রধান সড়কটি বন্যার পানিতে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোর সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৪০ হাজার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তবে এ পর্যন্ত রাস্তাটি মেরামতের কোন পদক্ষেপ নেওয়া হয় নি।

জানা যায় গত চার পাঁচ দিন আগে এলাকার স্বেচ্ছাসেবীগণ ঐ ভাঙা রাস্তার উপর একটি বাঁশ ও কাঠের সেতু নির্মান করে কোন রকম চলাচলের ব্যাবস্থা করেছে। এতে লোকজন রাস্তা পাড় হয়ে যেতে পারলেও, গাড়ি, মোটরসাইকেল, সাইকেলসহ কোন ধরণের যান নিয়ে পাড় হওয়া যায় না। তবে এলাকার মানুষের দাবি খুব দ্রুততম সময়ের মধ্য ভাঙা রাস্তায় যেন একটি সেতু নির্মান করে দেওয়া হয়।

এলাকার চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।