নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টারে বিশ্ব কিডনি দিবস উদযাপন

0
271

ঢাকা, ১২ মার্চ ২০২২, শনিবার:
প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব কিডনি দিবস পালন করেছে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।

এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (১০ মার্চ, ২০২২) দুপুরে প্রতিষ্ঠানটির সামনের সড়কে আয়োজন করা হয় একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা। পরে পান্থপথের সিটি টাওয়ারের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের কনসালট্যান্ট ও ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) ও ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউসুফ হোসেন নূর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের উপ-ব্যবস্থাপক (পরিচালন) মো. পাপুল মিয়া এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. রাজীব হাসান জনি।

উল্লেখ্য, বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশনের যৌথ অংশীদারের একটি প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।

এই প্রতিষ্ঠানে কিডনি রোগীরা দিনরাত ২৪ ঘণ্টা ডায়ালাইসিস, আইসিইউ, রোগ নির্ণয়, অস্ত্রোপচার, জরুরি বিভাগসহ অন্যান্য আনুষঙ্গিক সেবা পেয়ে থাকেন। ২০১২ সাল থেকে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার জাপানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে।