সরিষাবাড়ীতে রেলওয়ে উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈব স্থাপনা 

0
221
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে কর্তৃপক্ষের অভিযানে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা । উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকার ডিভিশনাল এস্টেট  অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।
রোববার (১৩ মার্চ) সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতসহ থানা পুলিশ, জিআরপি ও রেলওয়ে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সিগ্নাল কন্টোলিং এরিয়ার মধ্যে নিরাপত্তা বেস্টনি বান্ডারি ওয়াল নির্মান কাজ চলমান রয়েছে। রেলওয়ে নিজস্ব জায়গা জমিতে অবৈধ ভাবে দখল করে বসতবাড়ী স্থাপন,ব্যবসা প্রতিষ্টান ও বিভিন্ন অফিস নির্মান করা হয়েছে। সম্প্রতি সময়ে রেলওয়ে স্টেশনসহ আশপাশে বিভিন্ন উন্নয়নমুলক কাজ চলমান থাকায় ওই সব অবৈধ স্থাপনা বাধা হয়ে দাড়িয়েছে। স্টেশন কন্টোলিং এরিয়ার মধ্যে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় ।  এর পরেও অবৈধ স্থাপনা সরানো হয়নি।  ফলে  ঘোষনা অনুযায়ী ১৩ মার্চ রোববার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।  রোববার দিনভর অভিযান পরিচাননা করে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রেলওয়ের নিয়ম মেনে তারা বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসছে। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদের কোন কাগজ পত্র না দিয়ে অভিযান পরিচালনা করে। বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে। আমরা পরিবার পরিজন নিয়ে এখন কোথায় থাকবো। ব্যবসা বাণিজ্য করে সংসার চালানো হতো এখন তো না খেয়ে মরতে হবে আমাদের বলেও তারা অভিযোগ করে জানান।
রেলওয়ে ঢাকা ডিভিশনাল এস্টেট  অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সফি উল্লাহ জানান, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন কন্টোলিং এরিয়ার মধ্যে অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ ও মাইকিং করে ঘোষনা দেওয়া হয়। রেলওয়ে জমিতে ঐসব  অবৈধ স্থাপনা  জোর করে বহাল থাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।