ঢাকা ফিল্ম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

6
252

ঢাকা ফিল্ম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ঢাকা ফিল্ম সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে)ঢাকার সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বহুমাত্রিক লেখক ও বরেন্য চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাশেদুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য তাবিবুল ইসলাম, আহমেদ রাজিবসহ প্রমূখ।


সভায় ‘মুজিব বর্ষকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় পর্যায়ে একটি চলচ্চিত্র প্রদর্শনী (ফিল্ম ফেস্টিভ্যাল) করার ব্যাপারে সর্ব সম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সভাপতি বলেন, “ঢাকা ফিল্ম সোসাইটি মনে করে – ‘একটি ভালো চলচ্চিত্র জীবন ও সভ্যতাকে সমৃদ্ধ করে।’ জীবনের ঘটে যাওয়া বাস্তবিক ঘটনাগুলোকে মানুষের মাঝে নতুন করে এনে ভালো-মন্দের বোধের সাথে বিনোদন দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করাই চলচ্চিত্রের উদ্দেশ্য। একটি ভালো ছবি মানুষকে যেমন উজ্জীবিত করতে পারে সৃজনশীল কাজে, তেমনি দেশ গড়ার মহান কাজটি করার অনুপ্রেরণা যোগায়, জাতীয়তাবোধ জাগ্রত করে মানুষের মনে।”