মারুফ রহমান’র কবিতা।

0
108

 

অভিশপ্ত অতৃপ্ত আত্মা

 

এ নগর ডুবে যায়
অভিযোগ, অভিনয়, অতৃপ্ততায়।

এ নগর ভেসে যায়
ভুল ভালোবাসায়, দিশেহারা কষ্টমালায়,
অবিরাম উজান-ভাটায়।

এ নগর পুড়ে যায়
বিরহশোকে, নির্মম বেদনায়
অবর্ণনীয় দুঃখ জ্বালায়।

এ নগর পরিপূর্ণ
ক্ষোভ, অভিমান, পরিতাপে।

এ নগর জেগে আছে
মাদক, অনিদ্রা, মোহ-মায়ায়।

প্রেমহীন এই নগরে
আমি অবিশ্বাসের পাঁজরভাঙ্গা
বেওয়ারিশ পাহারাদার,
অভিশপ্ত অতৃপ্ত আত্মা।

বেদনাহীন মৃত্যুর সন্ধানে
ছুটছি দিক বিদিক….