ঝুঁকি নিয়েই মেলায় আসছে মানুষ: হুহু করে বাড়ছে করোনা সংক্রমন

0
236

লিটন সরকার বাদল:

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় হযরত আইনুদ্দিন শাহ (র.) এর বাৎসরিক ওরশ উপলক্ষে মিলিটারী মাঠে অস্থায়ী বাহারী দোকান পাটের সমাহারে মেলা বসছে। মডেল থানা ভবনের পাশেই হয়েছে এই মেলার আয়োজন।

মেলায় নারী-পুরুষদের উপছে ভরা ভীড়! কিন্তু বিপত্তি তো থাকছেই। দেশে আকস্মিক করোনার সংক্রমণ হু হু করে বাড়ছেই।

এই করোনাকালীন সময়ে এই মেলা ও মেলায় আগত নারী পুরুষদের ভীর কতোটা ঝুঁকিপূর্ণ তা জানালেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনূর আলম সুমন, “দেশে হঠাৎ কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে।এটা উদ্বেগজনক। এই মুহুর্তেই স্বাস্থ্যবিধি মেনে সকলের চলাচল করা উচিত। সকলকে জনসমাগম পরিহার করা উচিত। তা নাহলে করোনা সংক্রমণ মারাত্মক আকারে ধারণ করবে। তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শাহীনূর আলম উপজেলা প্রশাসনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান।”

১ দিনে করোনায় মৃত্যু ২৬ জনের

রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭৭৩ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯.৪৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৭১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জন পুরুষ ও ৫ জন নারী মারা গেছেন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।