বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীনকে জমি দান করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকির

0
206

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

জাতির পিতা মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ সেবক ব্যবসায়ী মো.জাকির হোসেন টিটির চর গ্রামের ভূমিহীন ও গৃহহীন লিটন মিয়ার স্ত্রী বীনা আক্তারকে ২ শতোক জমি রেজিস্টারি করণের মাধ্যমে (দান কওলা) বীনা আক্তার-কে বাড়ি নির্মাণ করার জন্য দান করেন।

ভূমিহীন বীনা আক্তার বলেন,” আমার ঘর নাই, জমিজমা নাই। ছেলে-মেয়ে নিয়ে মাথা গুজার ঠাঁই ছিলো না। আমার একটা ঘর দেওয়ার স্বপ্ন ছিলো। আমার মনের আশা আল্লাহ পূরুণ করছে। আমাকে জাকির হোসেন ভাই বাড়ি করার জন্য ২ শতক জমি দান করেছে। আমি খুব খুশি হইছি। আল্লার যেনো তারে আরো ভালো রাখে।”