গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’তে আপগ্রেডেশনের দাবিতে শিক্ষকদের মানব-বন্ধন

437
1478
dav

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দেড়’শ জনের অধিক পদোন্নতি-বঞ্চিত শিক্ষকদের দীর্ঘদিনের আপগ্রেডেশন সংকট সমাধানে প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি-বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টাল-বাহানা ও অহেতুক সময় ক্ষেপণের প্রতিবাদে মানব-বন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষকবৃন্দ।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বিশ^বিদ্যালয়-ক্যাম্পাসে এসব কর্মসূচী পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা প্রায় ঘন্টাব্যাপী মানব-বন্ধন কর্মসূচী পালন করে। মানব-বন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, মানবিক বিভাগের ডিন মোঃ আশিকুজ্জামান ভূঁইয়া, মার্কেটিং বিভাগের সভাপতি ইমরান হোসেন, ইংরেজী বিভাগের হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম ও সদস্য সাদ্দাম হোসেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ-সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম।