সরিষাবাড়ীতে জেল হত্যা দিবসে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশ

0
76

নিজস্ব সংবাদদাতা, জামালপুর:
সরিষাবাড়ীতে জেল হত্যা দিবসে মুক্তিযোদ্ধা ও জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (৩ নভেম্বর) সরিষাবাড়ী পৌর এলাকার এলিন ট্রেড সেন্টার মাঠে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী পরিবারের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদের সভাপতিত্বে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আলহাজ ডা: আ ফ ম শাহান শাহ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার বিথি, বিটিভির জেলা প্রতিনিধি মোস্তফা বাভুল, কামরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মাসুদ রানা সন্তোষ প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবকে কমান্ডার মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রমেশ চন্দ্র সুত্র ধর, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন সহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।