গণটিকা কর্মসূচিতে ২ দিনে ১ কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই

0
129

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২১, বৃহস্পতিবার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ৭৫ লাখ মানুষকে করোনার টিকা দেয়ার প্রস্তুতি নেয় সরকার। এজন্য সরকারের চাহিদা ছিল এক কোটি সিরিঞ্জ। গত ২৬ সেপ্টেম্বর এ বিষয়টি জানিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাককে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

জেএমআই গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র দুই দিনের মধ্যে এক কোটি সিরিঞ্জ সরবরাহ করা হয়। মঙ্গলবার সকালে গণঠিকাদান কর্মসূচি শুরুর আগেই দেশের ৬৪ জেলায় নির্ধারিত কেন্দ্রগুলোতে এক কোটি সিরিঞ্জ পৌঁছে দিয়েছেন তাঁরা। কেননা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত সবচেয়ে বড় কার্যক্রমে অংশীদার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে চায়নি প্রতিষ্ঠানটি।

জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রয়েছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশনের বিনিয়োগ। এই প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে নিরবচ্ছিন্নভাবে সিরিঞ্জ সরবরাহ করে আসছে। বিগত ১৫ বছর ধরে দেশে এক দিন থেকে ১৪ বছর বয়সী শিশুদের টিকাদানে সব সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই।

টিকা দেয়ার জন্য ব্যবহার হয় অটো-ডিজেবল বা এডি সিরিঞ্জ। জেএমআই দেশের একমাত্র এডি সিরিঞ্জ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এডি সিরিঞ্জ এক ধরনের বিশেষায়িত পণ্য, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিকিউএস সনদ নিয়ে বিশ্বের অল্প সংখ্যক কোম্পানি উত্পাদন করে থাকে। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী এ পণ্যটির সরবরাহ সংকট চলছে।

করোনার মধ্যে জাপানের মতো দেশে সিরিঞ্জের অভাবে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়। অথচ এক্ষেত্রে পুরোটাই নিশ্চিন্ত বাংলাদেশ। দেশে করোনার টিকাদান কর্মসূচির শুরুতে তিন কোটি ৩০ লাখ সিরিঞ্জ নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করেছে জেএমআই গ্রুপ। আরও প্রায় ২৮ কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে গত ২২ সেপ্টেম্বর জেএমআই থেকে ১১ কোটি সিরিঞ্জ কেনায় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দেশের চাহিদা মিটিয়ে করোনার টিকাদানের জন্য জেএমআইয়ের সিরিঞ্জ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে। একইসঙ্গে জেএমআই থেকে সিরিঞ্জ কিনছে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফ।

গত জুনে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড রিসার্চ ডট বিজ প্রকাশিত গবেষণায় ২০২০ সালের গ্লোবাল অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ ইনজেক্টর বাজারে আধিপত্যকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম ওঠে আসে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড-এর। এছাড়াও চলতি বছরের মার্চে নিউ ইয়র্ক রির্পোটসের এক প্রতিবেদনেও গ্লোবাল মার্কেট লিডারদের তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করে প্রতিষ্ঠানটির উৎপাদিত এডি সিরিঞ্জ।