গোপালগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
103

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

”মানবতার টানে, ভয় নেই রক্তদানে” এবং ”নিজে রক্ত দিন, অন্যকেও রক্তদানে উৎসাহিত করুন” প্রতিপাদ্যকে লালন করে যুবসমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলাধীন রঘুনাথপুর ইউপি কার্যালয় সংলগ্ন সিলনা বাজার এলাকায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংকের আয়োজনে এবং ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব বেঙ্গল এর সৌজন্যে দিনব্যাপী এ ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী ৪’শ ৯০ জনের ব্লাড গ্রুপিং নির্নয় করা হয়, এরমধ্যে ১’শ ১১ জন স্বেচ্ছায় রক্তদানে সম্মত হয়েছেন।

ক্যাম্পেইনে আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক এর তিন উপদেষ্টা- মিজানুর রহমান মানিক, রুদ্র মাহমুদ রাসেল, সুজন সিকদার এবং ব্লাড ব্যাংকের সক্রিয় সংগঠক সাজেদুল ইসলাম, জয়, রায়হান, মোস্তাফিজ, ফুয়াদ, শুভ, নিশাত, মলি সহ অসংখ্য সংগঠক ও রক্তদাতা উপস্থিত থেকে সুশৃংখল ভাবে ক্যাম্পেইন সম্পন্ন করেন। সদর উপজেলার বলাকইড় ইউনিয়নের স্বপ্নমঞ্চ ক্লাব ক্যাম্পেইনের সংগঠকদের জন্য টি শার্টগুলো স্পন্সর করেন।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস নিজে তাঁর রক্তের গ্রুপ এ ক্যাম্পেইন থেকে পরীক্ষা করেন, তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, অবশ্যই এটি ভালো উদ্যোগ, এর ফলে বিভিন্ন বয়সের পুরুষ, মহিলা, শিশু, কিশোর, যুবকরা তাদের রক্তের গ্রুপ জানতে পারছেন, ফলে জরুরী চিকিৎসার সময় রক্তের গ্রুপ নির্নয়ের কাজটি এগিয়ে থাকলো। সবচে বড় কথা, এই ক্যাম্পেইন শেষে বেশকিছু ডোনারও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হবেন।

আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক সূত্রে জানা যায়, এটি মূলত: অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান সংগঠন, যেখানে ফেসবুকে শুধু একটি পোষ্টই যথেষ্ট, খুব দ্রুত যোগাড় হয়ে যায় রক্ত। এভাবেই চলছে আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংকের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবনে জীবন যোগের মতো মহৎ কাজটি।