ঘাটাইলে ওয়ার্ল্ড কনসার্নের জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদ্যাপন

0
157

টাঙাইল প্রতিনিধিঃ

“আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর বিবিসি প্রজেক্টের আওতায় ঘাটাইল উপজেলা চত্ত্বরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে বাজার মোড় ঘুরে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উক্ত বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সোহাগ হোসেন উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল। তিনি বলেন- মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেয়েদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা জরুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ ঘাটাইল, টাঙ্গাইল। তিনি বলেন- মাননীয় প্রধান মন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই নারীদের উন্নয়নের যাত্রা শুরু হয়েছে । এছাড়া বক্তব্য রাখেন, মোসা: জেবুন্নেছা বেগম সভাপতি উপজেলা মহিলা পরিষদ।

তিনি বলেন- কন্যা শিশুকে অভিশাপ থেকে মুক্ত করতে হলে জেন্ডার বৈষম্য দূর করতে হবে। মো: নজরুল ইসলাম, সভাপতি ঘাটাইল প্রেস ক্লাব বলেন- বর্তমানে বাল্য বিবাহ ব্যাধি আকারে দেখা দিয়েছে, সমাজের সকল স্তরের মানুষকে বাল্য বিবাহ বন্ধে এগিয়ে আসতে হবে। এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: রুহুল আমিন। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিবিসি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মিঃ জেমস্ সানি বৈরাগী তার বক্তব্যে বলেন-কন্যা শিশুদের একমাত্র উন্নয়নের পথ হচ্ছে শিক্ষা। শিশু অধিকার গুলো নিশ্চিত করতে না পারলে ডিজিটাল বাংলাদেশ অনেকটা কষ্ট সাধ্য হয়ে পরবে।