আদরিজা পোদ্দার-এর কবিতা

0
322


প্রেম কাহিনি

কেনো তুমি বৈশাখী ঝড় হয়ে ভিজিয়ে দিলে সমস্ত আবেগের উঠোন
পারবে কি সে উঠোনে আলতোভাবে হাঁটতে-
আমায় নিয়ে শক্ত হাতে পথ চলতে-
জানি পারবেনা কারণ তুমি ছিলে শুধুই বৈশাখী ঝড় হাওয়া-
জৈষ্ঠের মতো অবিশ্রান্ত তপ্ত হাওয়া , ছিলেনা তুমি কখনো শীতল সুপ্ত হাওয়া।
তুমি ছিলে আষাঢ়ের গুটি গুটি পায়ে হেঁটে আসা বৃষ্টি হঠাৎ আসে আবার যায়-
ছিলেনা তুমি আমার অভিব্যক্তি তবুও যেনো কোথায় রয়েগেছি তোমারি হয়ে আমি মিশে আছি শ্রাবণ ঘন সন্ধ্যায়-এ-একি শুধুএ রয়ে যাওয়া?
নাকি তোমায় নিয়ে ব্যক্ত হওয়া আমার সমস্ত কবিতা???
হ্যাঁ কবিতা!
তুমি ছিলে শুধু আমার খালি কাগজের কালো কলমের কবিতা।
ছিলেনা তুমি কখনও ভাদ্র মাসের তালের পিঠা।
তুমি ছিলে আশ্বিনের শারদীয় বিজয়া দশমীর শুভেচ্ছা-
ছিলেনা কখনও তুমি কার্তিকের মঙ্গল শোভাযাত্রা।
কেনো তুমি হলে অগ্রহায়ণের শীতের আলতো ছোয়া-
ভরা পৌষ মাসে নকশী কাঁথার গরম হাওয়া।
পারবে কি নকশী কাঁথায় আমাকে নিয়ে স্বপ্ন বুনতে।
জানি পারবে না-
তুমি ভেসে আছো ফাল্গুনে পলাশ ফুলের মধুর ঘ্রাণে, মিশে আছো চৈতি বিকেল হাওয়ার মাঝে