পরিবারের সাংবাদিক সম্মেলন সরিষাবাড়ীতে একমাসেও গ্রেফতার হয়নি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি

0
206

সুমন রানা, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের ঘটনার একমাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুুলিশ। এতে প্রভাবশালী ধর্ষকের পরিবারের ভয়ে আতঙ্কে রয়েছে ধর্ষিতার পরিবার। শনিবার সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মামলার বাদি ও ধর্ষিতার বাবা মো. তোফাজ্জল হোসেন এ অভিযোগ করেন। এসময় ভিকটিম প্রতিবন্ধী শিশু ও তার মা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মামলার বাদি লিখিত বক্তব্যে জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের স’মিল শ্রমিক তোফাজ্জল হোসেন একচোখ দৃষ্টি প্রতিবন্ধী ও তার একমাত্র মেয়ে জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। গত ৩০ আগস্ট সকালে তিনি কাজে যাওয়ার পর ফিরতে রাত হয়ে গেলে তার স্ত্রী ও ছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে যান। এসময় রাত ১০টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার পরিবার এলাকায় বিচারপ্রার্থী হলে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ ও বিয়ের নামে কালক্ষেপন করতে থাকে। এলাকায় প্রতিকার না পেয়ে ৯ সেপ্টেম্বর তিনি থানায় ধর্ষক মাসুদ রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু ঘটনার একমাস পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করেনি পুলিশ।

তিনি অভিযোগ করেন, ধর্ষকের পরিবার প্রভাবশালী। তাই পরিবার নিয়ে তিনি আতঙ্কে দিন পার করছেন। তাই প্রশাসনের প্রতি তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান।