হাইশুর বৃদ্ধাশ্রমের পাশে গোপালগঞ্জের ডিসি: ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

0
106

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমের পাশে দাড়ালেন গোপালগঞ্জের মানবিক ডিসি শাহিদা সুলতানা, প্রদান করলেন ৫ লাখ টাকার সঞ্চয়পত্র।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিনী মনিকা বিশ্বাসের কাছে ৫ লাখ টাকা সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন, এনডিসি মিলন সাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

৫ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে পাওয়ার প্রতিক্রিয়ায় হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বলেন, দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে আমরা স্বামী স্ত্রী মিলে এই আশ্রমটি চালিয়ে আসছি, কারো কাছে কোনো সাহায্যের জন্য হাত পাতিনি, যেদিন আমাদের ডিসি স্যার এই বৃদ্ধাশ্রমটি দেখতে যান, সেদিন স্যার এই বৃদ্ধাশ্রমের জন্য কি করা যায়, এমনটি বলেছিলেন। আমি সেদিন তাঁকে বলেছিলাম, মা তার সন্তানদের জন্য যা করবেন বা দিবেন, তাতেই আমরা খুশি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, হাইশুর বৃদ্ধাশ্রমে থাকা সমাজের অবহেলিত, নিপীড়িত, আর্থিকভাবে দুর্বল মানুষদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এখানে ২৩ জন বয়স্ক মানুষ রয়েছেন।

সহযোগিতা হিসেবে সঞ্চয়পত্র প্রদানের সিদ্ধান্ত এজন্য নেয়া হয়েছে যে, সঞ্চয়পত্রের বিপরীতে ত্রৈমাসিক লাভের টাকা দিয়ে প্রতিষ্ঠানের খরচ সংকুলানে একটা ভালো ভূমিকা থাকবে, পাশাপাশি মূল টাকাটাও ঠিক থাকবে। এসকল মানবিক কাজে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।