জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জ ডিসিকে ৭৫০০ মাস্ক দিলেন বিসিডিএস নেতৃবৃন্দ

0
187

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিকঃ

মরণঘাতী কোভিড – ১৯ এর ২য় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে সাড়ে ৭ হাজার মাস্ক প্রদান করেছেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস), গোপালগঞ্জ এর নেতৃবৃন্দ।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস), গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি কমল রায় চৌধূরী টিকু, সহ সভাপতি কানাই লাল সাহা, সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইকবাল মিটু, সদস্য কামরুজ্জামান, মো. আল আমিন সিকদার কুটু ও সোহাগ জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে সাড়ে ৭ হাজার মাস্ক প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোভিড – ১৯ প্রতিরোধ কার্যক্রমে ভবিষ্যতেও এজাতীয় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষনা দেন গোপালগঞ্জ বিসিডিএস এর নেতৃবৃন্দ।