স্পেনের-মাদ্রিদ উৎসবে সেরা অভিনেত্রী জয়া আহসান

5
327


আবু তৈয়ব সুজয়ঃ
স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ‘রবিবার’-এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। একই উৎসবে ছবিটির পরিচালক অতনু ঘোষ সেরা চিত্রনাট্যকারের পুরস্কার ও জিতেছেন। জয়া আহসান ও অতনু ঘোষ তাঁদের এই অর্জনের খবর আজ মঙ্গলবার সকালে নিজেদের ফেসবুকে পোস্ট আকারে লিখে জানান।

রবিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রথম আলোর ক্যামেরায় এভাবেই ধরা দিয়েছিলেন প্রসেনজিৎ ও জয়া।

আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার অর্জনের খবরটি নিয়ে “দ্যা ডেইলি নিউ সান” এর সঙ্গে কথা হয় জয়া আহসান এর। তিনি বললেন, ‘এই কৃতিত্ব আমার একার নয়, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবারই। খুব আনন্দ লাগছে এই ভেবে যে এই ছবিতে আমার চরিত্রটি আমার অন্য সব ছবির চরিত্রের মধ্যে সবচেয়ে কঠিন একটি চরিত্র। মুক্তির পরই ছবিটি দর্শকের হ্রদয় কেড়ে নিয়েছে।এইবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন জয়া আহসান ও প্রসেনজিৎ।

পুরস্কার প্রাপ্তির খবর জানার পর জয়া আহসান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা (অতনু ঘোষ)! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

জানা গেছে, বিদেশি ভাষার চলচ্চিত্রে অভিনেত্রী বিভাগে জয়া আহসানের সঙ্গে ১৮ জন অভিনয়শিল্পীর নাম ছিল। সবাইকে পেছনে ফেলে জুরিবোর্ডের বিচারকদের নজর পড়ে ‘রবিবার’-এ জয়া আহসানের অভিনয়ে। তারই প্রতিদান পান তিনি।