সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই

6
160


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল তরফদার (তারা মাষ্টার) আর নেই। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মোজাম্মেল হক পোগলদিগা ইউনিয়নের গোবিন্দ পটল গ্রামে সম্ভান্ত্র তরফদার পরিবারে জন্ম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানী ঢাকার এবারগ্রীণ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোজাম্মেল হক বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশা শেষে অবসরে যান। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তরফদারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি, জেলা ও উপজেলা আওয়ামী লীগ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।

মোজাম্মেল হক তরফদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আজ শুক্রবার সকাল ১০ টায় বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।