সরিষাবাড়ীতে স্মৃতি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

0
148
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার সকালে এডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
 জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি বাজার হইতে আমির সরকারের বাড়ি হরখালি বারেকের দোকান পর্যন্ত এডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়ক এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।  বৃহস্পতিবার দুপুরে স্মৃতি সড়কের ভিত্তি প্রস্তর উদ্ভোধন শেষে ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ওই সড়কে প্রাথমিক ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৪১০ টাকা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা,  সহকারি কমিশনার (ভুসি) ফাইযুল ওয়াসীমা নাহাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, পৌর মেয়র মনির উদ্দিন, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল,  আজমত আলী মাষ্টার, আনোয়ার হোসেন রাঙ্গা, যমুনা সার কারখানার সিবিএ সাধারন সম্পাদক শফিকুর রহমান, কামাল উদ্দিন পাঠান,  পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।