মৌলভীবাজারে কুষ্ঠ ও প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
136

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভিবাজার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে বৃহস্পতিবার সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে কুষ্ঠ ও প্রতিবন্ধী অধিকার বিষয়ক অবহিতকরণ, আন্তঃযোগাযোগ স্থাপন ও সহায়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও হীড বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকতা সুমন দেবনাথ এবং সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন শাখা কর্মকর্তা, সামসুল ইসলাম চেয়ারম্যান গিয়াসনগর ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য সুশিল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট অফিসার সব্যসাচী সিন্হা কর্মশালায় সঞ্চালনা করেন।

কুষ্ঠ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট অফিসার নোয়েল টপ্প।

এই কর্মশালার উদ্দেশ্য হলো মৌলভিবাজার জেলার কুষ্ঠ ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত বিভিন্ন দল ও সংস্থার – সদস্যদের স্থানীয় সরকার বিভাগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কৌশলগত সহায়তা প্রদান করা।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুর বলেন, “আমি শতভাগ নিশ্চয়তা প্রদান করছি আমার অধিদপ্তরে কোন প্রতিবন্ধী কুষ্ঠ রোগী পাঠালে আমি তাদের সুবর্ণ নাগরিক কার্ড ও প্রতিবন্ধী ভাতা প্রদান করতে সহায়তা করব।”

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলো সোসাইটির প্রজেক্ট অফিসার মিঃ ক্লিন্টন মালাকার, হীড বাংলাদেশে-এর সিনিয়র লেপ্রসি টেকনিক্যাল স্পেশালিষ্ট মিঃ পরেশ দেবনাধ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মিঃ দীপঙ্কর ব্রহ্মচারী এবং হীড বাংলাদেশের কর্মকর্তা অসিত কুমার পাল, স্মিতা দাস ও রিতা মন্ডল প্রমুখ।