সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু

0
303

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে ‘ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলার নির্বাহী অফিসার উপমা ফারিসা রোববার (২০ মার্চ) সকালে পৌরসভার ১নং ওয়ার্ড সাতপোয়া এরাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন।

জানা যায়, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, পেঁয়াজ ও খেজুর যুক্ত করে বিক্রি করা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সঙ্গে ২ কেজি ছোলা, খেজুর ও পেঁয়াজ যুক্ত করে বিক্রি করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল থেকে নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি শুরু হলো। রমজানে আমাদের দ্বিতীয় পর্যায়ের মালামাল বিক্রি শুরু হবে। আজকে তিনটি পণ্য দেওয়া হচ্ছে। আগামী ৩১ তারিখের মধ্যে সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে এ পণ্যগুলো দেওয়া হবে।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩২টি স্থানে এসব টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে।