শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবি : ৮ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৪

0
199

জেলার শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৮জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরো ৪জন নিখোঁজ রয়েছেন।

রোববার এই দুর্ঘটনার পর ৬জনের মৃতদেহ উদ্ধার হয়েছিলো। আজ সোমবার আরো ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৮জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাদের কাছে নিখোঁজের তালিকায় রয়েছেন ৪ জন। তারা হচ্ছেন- মুন্সীগঞ্জের হাতেম আলী, গজারিয়া থানার ইসমানীরচর গ্রামের জয়রাম রাজবংশীর শিশু কন্যা আরোহী রানী রাজবংশী, ঢাকার ডেমরা এলাকার ওয়াদুদ সিদ্দিকীর ছেলে আব্দুল্লাহ আল জাবের এবং জোবায়ের হোসেন।

এদিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ বন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার পনের ঘন্টা পর এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটিকে তীরে তুলে আনে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে লঞ্চের ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জে কার্গো জাহাজ এম ভি রুপসি-৯ এর সঙ্গে এমএম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।