সরিষাবাড়ীতে ট্রাক্টর চালককে রড দিয়ে পিটিয়ে আহত, আটক-৩

0
222

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে ফজলুল রহমান (২৫) নামে এক ট্রাক্টর চালককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চাচা আজহারুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বয়শিংস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে রাতেই আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- কামরাবাদ ইউনিয়নে বয়শিং গ্রামের আব্দুর রশিদ, তার ছেলে সাগর মিয়া ও ভাই বাবু মিয়া।

পুলিশ ও আহতের পরিবার সুত্রে জানা যায়, চাচা আজহারুল ইসলাম ও ভাতিজা ফজলুর রহমানের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় স্থানীয় ভাবে কয়েক বার শালিশ বসে আপোস-মিমাংসাও হয়। মঙ্গলবার রাতে ট্রাক্টর চালক ফজলু রহমান কাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে চর বয়শিং এলাকায় পৌঁছালে চাচা আজহারুল, আব্দুর রশিদ, বাবু, সাগর ও রুবেল তার পথরোধ করে। এ সময় ফজলুর রহমানকে মটরসাইকেল থেকে নামিয়ে হাত-পা ও মুখ বেঁধে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করে বাড়ীর পাশে ধানক্ষেত ফেলে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে মারধরের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়।