সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে তিন নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত

0
323

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-
জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এক পরিবারের তিন নারীসহ পাঁচ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালি সুজন মিয়ার বিরুদ্ধে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলো, শুকুরজান বেওয়া (৫০), সুন্দরী বেগম (৩০), শাবনুর খাতুন (২০), আব্দুল মালেক (১৮) ও আব্দুল খালেক (২০)।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পৌরসভার কামরাবাদ গ্রামের সুজন মিয়ার পরিবার ও মৃত আলমগীর হোসেনের স্ত্রী শুকুরজান বেওয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুজন ও তার সমর্থকরা বিরোধপূর্ণ জমি গত কিছুদিন আগে জোরপূর্বক দক্ষল করতে আসলে আদালতে মামলা করেন শুকুরজান বেওয়া। রবিবার রাতে ঐ মামলা প্রত্যাহার না করলে বাড়ী উচ্ছেদের হুমকি দিতে আসে সুজন ও তার সমর্থকরা। এনিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন,মোজা মিয়া,বাচ্চু মিয়া ও আল-আমিন মিলে শুকুরজান বেওয়াকে ঘর থেকে টেনে হেছড়ে বের করে মারধর করতে থাকে। তার ডাঁক চিৎকারে মেয়ে, ছেলের বউ ও দুই ছেলে এগিয়ে আসলে তাদেরকেউ লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, তিন নারীসহ ৫ জনকে মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।