সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
150

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাডী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের  চতুর্থ ধাপের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিলে  পিংনা ইউনিয়নের নাম না থাকায় ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র মুলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রিমহল। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পিংনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মোতাহার হোসেন জয়।
জানা যায়, ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এ ঘোষিত তফসিলে জামালপুরের সরিষাবাড়ীতে ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের তফসিল ঘোষনা করা হয়। এতে উপজেলার পিংনা ইউনিয়নের অধিকাংশ গ্রাম যমুনা নদীর ভাঙনের শিকার। ফলে ইউনিয়নের মানচিত্র পরিবর্তন হওয়ায় সীমানা জটিলতা ইস্যুতে আদালতে মামলা থাকায় ২০১১ সালের পর থেকে পিংনা ইউপির নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি মামলাটি উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে। এদিকে নির্বাচনে কমিশন উপজেলার অন্য ৭টি ইউনিয়নের তফশিল ঘোষণা করলেও সেখানে পিংনা ইউনিয়ন উল্লেখ করা হয়নি। এতে স্থানীয় কিছু কুচক্রী মহল বর্তমান চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়ের বিরুদ্ধে নানা অপপ্রচারসহ ষড়যন্ত্র করে আসছে। এর প্রতিবাদে এলাকার সুশীল সমাজ,ইউপি সদস্য ও সাধারণ ভোটারদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়।
এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জয় ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বিদ্যুৎ,নিকাহ্ রেজিস্ট্রার রফিকুল ইসলাম, হাফেজ মাও. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।