সরিষাবাড়ীতে আদেশ পালনে গাফিলতি কেন্দ্র সচিবের বিরুদ্ধে ইউএনওর অভিযোগ

0
163
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এস এস সি পরিক্ষায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশ পালনে গাফিলতি করার অভিযোগ উঠেছে। বুধবার ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
জানা যায়, মঙ্গলবার সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান এস এস সি পরিক্ষা  (ভোক) কেন্দ্রে ট্রেড ১ এর ২য় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিষদর্শন করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় তিনি ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রট ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীনকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার আদেশ দেন। এ আদেশ পালনে গাফিলতি শুরু করেন কেন্দ্র সচিব। নির্বাহী ম্যাজিষ্ট্রটের আদেশ পালনে গাফিলতি করায় গতকাল বুধবার ওই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষককের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইন্সটিটিউটের মোঃ মিরাজ মিয়া (রোল-৩৪৫০৪৭) ফুড প্রসেসিং ও চর বাঙ্গালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ঝর্না আক্তার (রোল- ৩৬৩৩৮৪) ড্রেস মেকিং।
এ ব্যাপারে কেন্দ্র সচিব ওয়াজেদা পারভীন বলেন, বহিষ্কার করন প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে না পারায় কিছুটা দেরি হয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরে বহিস্কারের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশ পালনে গাফিলতি করার বিষয়ে জেলা প্রশাসকের কাছে কেন্দ্র সচিবের বিরুদ্ধে  বুধবার দুপুরে অভিযোগ দেওয়া হয়েছে।