সরকার-সেনাবাহিনীকে জড়িয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: মেজর মোহাম্মদ আলী (অব.)

0
270

লিটন সরকার বাদল:

সরকার এবং দেশের সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন হয় এমন কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ টায়, দাউদকান্দি টোলপ্লাজায় মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দাউদকান্দি সর্বস্তরের জনগণ ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সকাল দাউদকান্দি টোলপ্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন তারা।

মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না। বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক হেলাল মাহমুদ, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমনসহ আরও অনেক।