পৌর নির্বাচনে ছেলের জন্য নৌকা প্রতীকে ভোট চাইছেন মা

0
199

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

দাউদকান্দি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় গোটা পৌর এলাকায় ভোট উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

সারাদিন বিরতিহীনভাবে বাংলাদেশ আ.লীগ মনোননীত নৌকা প্রতীকের প্রার্থী নাইম ইউসুফ সেইনের মা সালমা ইউসুফ পৌরসভার দোনারচর,সাহাপাড়া,পৌর বাজারসহ বিভিন্ন স্হানে গণসংযোগ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছেলের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সালমা ইউসুফ বলেন,” আমার স্বামী দাউদকান্দি উপজেলার দুই বারের সাবেক চেয়ারম্যান মরহুম ইউসুফ জামিল বাবু তিনি জনবান্ধব মানবতাবাদী নেতা। আমাদের সুযোগ্য সন্তান ও পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন দ্বিতীয়বারের মতো, বাংলাদেশ আ.লীগ মনোননীত নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।

সে বিগত দিনে দাউদকান্দি পৌরসভার উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে, মেয়র সেইন মহামারী করোনাকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে পৌরবাসীর পাশে দাঁড়িয়েছে, পৌরবাসির দ্বারে দ্বারে গিয়ে করোনার সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। সেইনকে পৌরবাসি মানবতার ফেরিওয়ালা হিসেবে জানে।

তিনি আরো বলেন,আমি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড গিয়েছি যেখানে গিয়েছি সেখানেই নৌকা প্রতীকের স্বতঃস্ফূর্ত গণজোয়ার দেখেছি। আমার বিশ্বাস ১৪ ফেব্রুয়ারি পৌরসভার জনগণের ভোটে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয় লাভ করবে।
সেইন পুনরায় মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবে-ইনশাল্লাহ।”

এসময় সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা মহিলা আ.লীগের সভাপতি জেবুননেছা জেবু,উপজেলা মহিলা আওয়ামী লীগের লীগ নেত্রী শেফালি আক্তার, সাধারণ সম্পাদক লায়লা হাসান, পৌর আ.লীগ নেতা মিজান চৌধুরী,,উপজেলা যুবলীগ নেতা পলু নাগ, সংরক্ষিত ৪,৫ ও ৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুন নাহার, শিউলি আক্তার মেম্বার,তাসলিমা আক্তার, শেফালী আক্তার ,সুমনা ইসলামসহ আরও অনেক।