শেখ হাসিনার লক্ষ্য জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ———–তথ্য প্রতিমন্ত্রী

498
1757


জাহিদ নাঈম:
তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রতিটি জায়গায় জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের কোন মানুষ চিকিৎসার অভাবে যেন মুত্যু বরণ না করেন। আওয়ামী লীগ জনগনের দল তাই জনগনের সেবা করাই আমাদের কাজ।
আজ শুক্রবার দুপুরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল মিলনায়তনে ৬০ জন সব নিযুক্ত paid Feer Volunteer মাঝে সনদ পত্র বিতরণ অনুষ্ঠনে প্রধান অথিতির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এসব বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। এই সার্ভিসের মাধ্যমে ৬২ জনের কর্মসংস্থান হলো। প্রশিক্ষণ নিয়ে এরাই গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মা ও নবজাতকদের খোঁজ রাখবে। প্রয়োজন মাফিক চিকিৎসা সহায়তাও দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল হাসপাতাল গুলোকে আধুনিক মানের উন্নতি করে দিচ্ছেন। যাতে সকল মানুষ সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পেতে পারেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) চিকিৎসক সাজদা-ই-জান্নাত, ও ডি,পি, এম,সি,সি এফ ডি পি এফ ঢাকার সহ-কারি পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী রফিকুল হক, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা এম ও (এফ সি এইচ এফপি) চিকিৎসক অজিত কুমার সাহা প্রমুখ।