মাহবুবা করিম’র কবিতা।

394
1359

তুই প্রেমের চেয়ে অপ্রেমিক বেশি

 

চাতুর্যতায়– তুই টইটম্বুর কালসাপ!
তাড়ি গিলে, অনায়েসে যার-তার স্নানঘরে ঢুকে পড়িস
জিরোতে চেয়ে বিষাক্ত দাঁত বসিয়ে দিস,
বুকের গম্ভুজে।

বিলবোর্ডে নারীর আধ খোলা বুক দেখলে
তোর রক্তে শিরায় মগজে দস্যু ঢুকে পড়ে
শয্যাসঙ্গী খুঁজিস,
গনিকার ভাজ খুলতেও, তোকে
দক্ষ প্রেমিক হয়ে উঠতে হয়।

অথচ–মনুষ্য শরীর, চায়
অক্সিজেনপূর্ণ ঘাসের বুক!
তুই কি মানুষ নস?
হীনতার ক্যাপসুল গিলে গিলে, তুই কি
অ-মানুষ হয়ে গেলি?
তোর চেয়ে অরণ্যও নিরাপদ
তোর চেয়ে মরণও নিশ্চিত তৃপ্তির।

তবে কী ছলা-কৌশলে তুই সত্যিই টইটম্বুর
কালসাপ ?
অথচ ঈশ্বরে তোর ভয়..

মনে মনে তবে তুই কি চাস?
মসজিদ ফেলে, ছুটে যাস যার-তার নরকঘরে।