ভোট চাইতে গিয়ে লাঞ্ছিত, বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

6
185


সরিষাবাড়ী প্রতিনিধি :
সরিষাবাড়ীতে নৌকার বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের ঘোড়া মার্কার ভোট ক্যাম্পেইনে আক্রমন ও লাঞ্ছিতের অভিযোগ ওঠেছে নৌকার মাঝি বেল্লাল হোসেনের বিরুদ্ধে। সুষ্ঠু নির্বাচন ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসীর ঝাড়ু মিছিল।

গতকাল বুধবার দুপুরে তরুণী আটা এলাকায় ঘোড়া মার্কার নারী কর্মীগণ নির্বাচনী প্রচারণায় গেলে নৌকামার্কার একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় তাদের পড়নের কাপড় টেনে ছিড়ে ফেলে, বেদম মারপিট করে এবং ঘোড়ামার্কার পোস্টার ছিনিয়ে নিয়ে যায়।

আক্রমনে অন্তত দশজন নারী কর্মী আহত হয়। এদের মধ্যে সেলিনা, ইতি, ফাহিমা, বকুল গুরুতর আহত। এছাড়া রিপা, খাদিজা, শিরিনা ও চামিলিসহ আরো কয়েকজন আহত হয় বলে জানা যায়।

এতে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা চারটায় পঞ্চাশী এলাকায় ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানায় হুমায়ুন কবিরের সমর্থকরা।


হুমায়ন কবিরের নারী কর্মী ইতি বেগম বলেন, আমরা তরুণী আটা ঘোড়ামার্কার ভোট চাইতে গেলে আমাদের উপর একদল নৌকামার্কার সন্ত্রাসী আমাদের উপর আক্রমন করে, আমার পড়নের বোরকা খুলে নিয়ে যায় ও আমার দুধের শিশুকে ছিনিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে ফিরে দেয়।

ঘোড়ামার্কার আরেক নারী কর্মী সেলিনা বেগম বলেন, আমরা হুমায়ুন ভাইয়ের ঘোড়ামার্কা ভোট চাইতে গেলে প্রথমে ভোট চাইতে বাঁধা দেওয়া হয় পরে আমাকে বেদম মারপিট করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

নৌকার বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির জানান, আমার কর্মীদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। আজ আমার নারী কর্মীরা তরুণী আটায় ভোট চাইতে গেলে মারপিট করে, আমি প্রশাসনের কাছে এর বিচার চাই ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।