গোপালগঞ্জে ৪ ইট ভাটায় মোবাইল কোর্ট: সাড়ে ৫ লাখ টাকা অর্থদন্ড

0
240

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জ সদর উপজেলাধীন ৪টি ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় সদর উপজেলার সাফা ব্রিকসকে ৫০ হাজার, শরীফ ব্রিকসকে ১ লাখ, গোল্ডেন ব্রিকসকে ২ লাখ এবং নিগি ব্রিকসকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মামুন খান, সাথে ছিলেন গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান।

ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মামুন খান এ প্রতিবেদককে বলেন, ইট প্রস্তুত ও ব্যবসা করতে হলে সরকার কর্তৃক নির্ধারিত আইন – কানুন মেনেই করতে হবে, এর ব্যত্যয় ঘটলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।