বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার মানববন্ধন

0
290

মোঃ এরশাদ, নিজস্ব প্রতিবেদক, নাগরপুর

ফ্রান্সের রাষ্ট্রিয় মদদে প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর অনুসারীদের ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) সামাজিক সেবা মুলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে টাঙ্গাইল আরিচা মহা সড়কের পুরাতন রিক্সা ষ্ট্যান্ডে এ মানব বন্ধন করা হয়।

একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. আজিম হোসেনের নিদের্শনায় এবং সাধারন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর ব্যবস্থাপনায় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. নরুল ইসলাম, মো. শাহীন মিয়া, উপদেষ্টা মো. আ. রহমান, মো. হারুন অর রশিদ, মো. মিজানুর রহমান শাহীন, মাও. মুফতি শহিদুল ইসলাম সম্মানিত সদস্য মো. ইকবাল হোসেন ও সংস্থার সকল সদস্য বৃন্দ সহ সর্বস্তরের তৌহিদী জনতা ।
সংস্থার পক্ষ থেকে অনতি বিলম্বে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার জোড় দাবি জানান।