এখনো শেষ হয় নি ভোট

7
276

আমেরিকার ভোট এখনো শেষ হয়নি। আমেরিকার ভোটগ্রহন শেষ হবে চৌদ্দ তারিখে, এ মর্মে মিডিয়া থেকে নেয়া তথ্যের একটি ছবি।


মাইন উদ্দিন আহমেদ

ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে না কেনো, টেনশনে সারা পৃথিবী। নির্বাচনের ফলাফল ঘোষনা হচ্ছেনা কেনো? হ্যাঁ, আমেরিকার নির্বাচনের কথাই হচ্ছে।
কিন্তু ফলাফল ঘোষনা হবে কি করে, নির্বাচনতো এখনো শেষই হয়নি!
টানটান উত্তেজনা বিশ্বব্যাপি এই ভেবে যে, কর্তৃপক্ষ আমেরিকার নির্বাচনের ফলাফল ঘোষনা করছেনা কেনো! এটা কি কোন তালবাহানা?
আসলে এটা একটা ভুল বুঝাবুঝি। নির্বাচনের জটিল প্রক্রিয়াটি আমাদের জানা না থাকার কারনেই এটা হচ্ছে।
বস্তুতঃ মিডিয়া যখন দেখলো যে, গননা শেষ হয়নি এমন ভোটগুলো একত্র করলেও ট্রাম্প সাহেবের কোন গতি হয়না তখন তাঁরা বললেন, বাইডেন সাহেব “প্রেসিডেন্ট ইলেক্ট”।
কিন্তু নির্বাচন কর্তৃপক্ষকে সব ভোট গুনতে হবে। প্রত্যেক স্টেট-এর শীর্ষ নির্বাচন কর্মকর্তা লিখিতভাবে ফলাফল ঘোষনা করবেন।
তাঁদের লিখিত ফলাফল অনুযায়ী যাঁরা ইলেক্টোরাল ভোটের জন্য পাশ করবেন ওনারা এমাসের চৌদ্দ তারিখে সরাসরি ভোট দেবেন ট্রাম্প অথবা বাইডেন সাহেবকে।
তখন সেই ভোট গননা করে প্রেসিডেন্টের নাম ঘোষনা করা হবে। আবেগ নয়, গনতে হবে ইলেক্টোরাল ভোট। বুঝতে সহজ করার জন্য সাথের ছবিটি দেয়া হলো। জেনে নিন, কে আমেরিকার আগামী প্রেসিডেন্ট তা রাষ্ট্রীয়ভাবে জানা যাবে এমাসের চৌদ্দ তারিখে।
***