বাংলাদেশ মানবাধিকার কমিশন সরিষাবাড়ী উপজেলা শাখার কমিটি গঠন

0
297


মোঃ মোস্তাফিজুুর রহমান, সরিষাবাড়ী, (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সরিষাবাড়ী উপজেলা শাখার কমিটি অনুমোদন পেয়েছে। গতকাল সরিষাবাড়ী কলেজ প্রাঙ্গনে এক সভায় ঘোষণা এই কমিটির ঘোষণা করা হয়।

সমাজের সর্বস্তরের মানুষকে যথাসাধ্য সেবাপ্রদানের উদ্দ্যশ্য নিয়ে যাত্র শুরু করে সংগঠনটি। এটি সমাজে শান্তি শৃঙ্খলাকে আরো বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

উক্ত সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইসমত পাশা বলেন – যেখানে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয় সেখানে মানবাধিকার কর্মীরা নিজ উদ্যোগে কাজ করে থাকে। মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কমিশন গর্বের সাথে কাজ করে যাচ্ছে বলেই আজ মানুষ এর উপর আস্থা ও বিশ্বাস আনা শুরু করেছে। সরিষাবাড়ীবাসীর কল্যাণ বয়ে আনতে হলে এ মহৎ কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।

এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান বলেন – শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বসবাস রত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কমিশন সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন অন্যান্য অঞ্চলের মত সরিষাবাড়ী উপজেলা শাখা মানুষের অধিকার বাস্তবায়নে কার্যকরী ও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মহাগ্রন্থ আল কুরআনেও মানুষের পাশে দাঁড়ানো ও তাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। তাই নিজেদেরকে সৎ ও কর্মঠ রেখে মানুষের অধিকার রক্ষা করার মধ্য দিয়ে আমরা সরিষাবাড়ী উপজেলা কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ মানবাধিকার কমিশন এর লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও বেগবান করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি এ.এইচ.এম মাছুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব ইসমত পাশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার নির্বাহী সভাপতি অজয় কুমার পাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ নজরুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শাখার নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক সালমা খানম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (লিটন), সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ সুজল মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।উক্ত কমিটি ২৯ সদস্য বিশিষ্ট বলে জানা যায়।পরে আরও সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে।