বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার পুরস্কার বিতরণী

0
173

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা এই পুরস্কার বিতরণ করে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার অক্সফোর্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে দশ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। সংগঠনের কাজিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোটের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু।
স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় রচনার বিষয় নির্ধারন করা হয়েছিল ‘ছোটদের বঙ্গবন্ধু’ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।