বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

0
280

গোপালগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার সকালে গোপালগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ এক প্রতিবাদ সমাবেশ করেছে।

‘‘জাতির পিতার সম্মান রাখবো অম্লান” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সরকারি কর্মকর্তা-কর্মচারি ফোরাম।

শেখ মনি অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশে জেলার প্রায় সকল দপ্তর প্রধান ও সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার সাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

ভাস্কর্য ভাঙার মতন এমন গর্হিত কাজে জড়িতদের কঠোর শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ।