প্রধানমন্ত্রীর উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

0
90



সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও করোনা মহামারীতে কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ মুরাদ হাসান এমপি।

মঙ্গলবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইবাজার এলাকার বালুরমাঠে পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো , চাউল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, গুড়া দুধ, ও হাত ধোয়ার সাবান।
এ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘আওয়ামী লীগের সৃষ্টি দেশের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা। বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনা শিখিয়েছেন কি ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়? করোনার এসময়ে আমরা ঘরে বসে থাকিনি। সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।’ জীবনের মায়া ত্যাগকরে মাঠে ময়দানে কাজ করেছি।
তিনি আরও বলেন, ‘জাতির পিতার কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এ মহামারিতে কেউ না খেয়ে মরেনি। যতদিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকবে দেশে উন্নয়ন অব্যাহত থাকবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সরকার সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়াবেন বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুর অর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা লুৎফ রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।