কাজিপুরে কৃষক পর্যায়ে মাঠ দিবস

0
91


টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরে রবি/২০২০-২১ মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় পশ্চিম দুবলাই আইপিএম কৃষক মাঠ স্কুলের (ডিটি) মাঠ দিবস মঙ্গলবার ১১ মে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গান্ধাইল ইউনিয়নের দুবলাই পশ্চিম ঈদগাঁও মাঠে কৃষক পর্যায়ে মাঠ দিবসে সভাপতিত্ব করেন আলহাজ্ব তোজাম্মেল হক তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ।
বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্ত সিরাজগঞ্জ জেলা প্রশিক্ষক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিত রায় এবং ফয়সাল আহমেদ।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার চক্রবর্তী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।
মাঠ দিবসে উপস্থিত কৃষক ও কৃষাণিদের স্বল্প ব্যায়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে বালাই দমন এবং অধিক উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করায় ২৫ জনকে সনদপত্র প্রদান করা হয় এবং প্রদর্শনী স্টলের মাধ্যমে বাস্তব ধারণা দেয়া হয়।