নারায়ণগঞ্জ ফতুল্লায় চিহ্নিত কিশোর গ্যাং লিডার ইভনসহ গ্রেফতার ৮

0
283

সক্রিয় বাহিনীর সদস্যদের ধরতে র‍্যাবের হস্তক্ষেপ কামনা  

মোহাম্মদ সাইমুন ইসলাম, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকায় দুই নিরাপত্তার কর্মীকে মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনায় সুগন্ধা আবাসিক এলাকার চিহ্নিত দূর্ধর্ষ কিশোর গ্যাং লিডার এলাকার মূর্তিমান আতংক দূর্ধর্ষ সন্ত্রাসী ইভনসহ বাহিনীর ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, আটককৃত ইভনের বিরুদ্ধে হত্যা নারী নির্যাতন, ছিনতাই, চাদাঁবাজী, ইভটিজিং,  মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বেপরোয়া চলাচলের ফলে এলাকায় কেউ ভালোভাবে এমনকি স্কুল পড়ুয়া মেয়েরা চলাফেরা করতে পারেনা,তার ইভটিজিং এর স্বীকার হয় অনেকে। পান থেকে চুন খসলে যাকে তাকে মারধর সহ নির্যাতনের শিকার হতে হয়। নাম না প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই জানিয়েছেন এখনি একে লাগাম টেনে না ধরলে এলাকায় আরো মারাত্মক অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এখন সবার দাবী তার বিরুদ্ধে মামলার তদন্তভার রেপিড এ্যাকশন ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে এই কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যদের আটকসহ  নিধোন করা এলাকার জনগনের প্রানের দাবী। তারা আরো জানায়,কিশোর গ্যাং ইভন করো কারো নাম বিক্রি করে নিজেকে বড় গ্যাং লিডার দাবি করে দাবড়ে বেড়ায়।

আটকের ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ৩টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন, এলাকার চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপের ৮ সহযোগীসহ দূর্ধর্ষ সন্ত্রাসী খুনি ইভন গ্রেপ্তারে ইসদাইর ও সুগন্ধা আবাসিক এলাকায় স্বস্থির ছোয়া নেমেছে।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর পুত্র কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ওরফে ইভন, সদস্য মো. মুসার পুত্র সাইফুল ইসলাম সুমন, একই থানার মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকার খোরশেদ হাসানের পুত্র সাইফ হাসান, জামতলা মসজিদ গলির রাসেল ব্যাপারী ওরফে বাবুলের পুত্র রাকিব, পূর্ব ইসদাইর সুগন্ধা গলির আব্দুল বাতেনের পুত্র নাসিম হোসেন (১৮), একই এলাকার আব্দুল মান্নানের পুত্র সাজ্জাদ হোসেন, কাশিপুর হাটখোলা চৌধুরী বাড়ীর মো. নাছির উদ্দিনের পুত্র নাজমুল ইসলাম নাদিম ও উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ের খালেদ হোসেনের পুত্র শাফায়েত হোসেন।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে পূর্ব ইসদাইর এলাকার সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির সদস্য এবং  ষ্টুডিও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু বাদী হয়ে কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনসহ ৮ সদস্যর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ফলে এ মামলায় পুলিশ আটককৃতদের গ্রেপ্তার দেখায়।

মামলায় উল্লেখ করা হয়, সুগন্ধা আবাসিক এলাকা ও ইসদারে  কিশোর গ্যাং লিডার দূর্ধর্ষ সন্ত্রাসী ইভনের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা গত বেশ কিছুদিন যাবৎ পূর্ব ইসদাইর সমাজ কল্যান ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নিকট থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো।

এ সময় চাঁদা না দিলে কাউকে ব্যবসা করতে দিবে না বলে প্রায়শই হুমকী ধামকী  প্রদান করে আসছিলো।

ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনসহ বাহিনীর একাধিক সদস্য মিলে রাত সাড়ে তিনটার দিকে দেশীয় তৈরী ধারালো চাকু, রামদা, ছুরি নিয়ে তিনটি মোটর সাইকেল যোগে তাদের মার্কেটে এসে বিভিন্ন দোকানের তালাবদ্ধ শার্টার গেইটে স্বজোরে লাথি মারতে থাকে এবং ভেঙে ফেলার  চেষ্টা চালায়।

এসময় উপস্থিত দায়িত্বরত নিরাপত্তারক্ষী জয়নাল আবেদীন ও মো. মনোহার তাদের বাধা প্রদান করলে তাদের কে বেধরক মারধর করে রক্তাক্ত জখম সহ আহত করে নিরাপত্তারক্ষীদের নিকট থেকে ২ হাজার ৩১০ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, ইভন একজন দূর্ধর্ষ সন্ত্রাসী,তার বিরুদ্ধে ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজী, মাদক মামলাসহ  সমাজ বিরোধী নানা অপরাধের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।