দাউদকান্দিতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জেনারেল ভূঁইয়া

434
1715

কুমিল্লার দাউদকান্দি থেকে লিটন সরকার বাদল:

দাউদকান্দি উপজেলা প্রশাসন, দুর্যোগ ও ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে অসহায় ও দুস্থ ২ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

৪ জানুয়ারি সোমবার বিকালে, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় মাঠে অসহায়-দুঃস্হ শীতার্ত ২শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম ভূঁইয়া, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান জসীমউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আল-আমিন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, গোয়ালমারী ইউনিয়নের ইউপি সদস্য শেফালী আক্তার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জামান সরকার সহ উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। করোনা মহামারীতে সরকারের সর্বোচ্চ চেষ্টায় কর্মহীন মানুষের মুখে খাদ্য জুটেছিল, তেমনিভাবে প্রতি বছরের ন্যায় এবারও দেশের অসহায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে একযোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এ সময় তিনি আরো বলেন মানবকল্যাণে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের জনগণ ভালোবেসেই বারবার আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।